নিজস্ব প্রতিবেদক:
বিনিয়োগ ও দ্রুত শিল্পায়নে আগামী এপ্রিল থেকে ব্যাংকগুলো সিঙ্গেল ডিজিটে ঋণের সুদহার বাস্তবায়ন করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী বিএবি সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ইতোমধ্যে যা বলেছেন, আমি পুনরায় তা বলতে চাই না। আশা করি ব্যাংক ঋণে সুদহার সিঙ্গেল ডিজিটে বাস্তবায়ন করা হবে। তা না হলে দেশে প্রত্যাশিত বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি এর ধারাবাহিকতা সংকটাপন্ন হবে।
তিনি আরও বলেন, আপনাদের সকল দাবি ইতিমধ্যে পূরন করেছি। কিন্তু আপনারা কথা আপনাদের কথা রাখেননি। আশা করি আপনাদের অঙ্গীকারের ব্যত্যয় ঘটবে না। আপনারা দ্রুতই তা বাস্তবায়ন করবেন।
এর আগে আগামী এপ্রিল থেকে সিঙ্গেল ডিজিটে সুদ হার বাস্তবায়ন করা হবে জানান বিএবি সভাপতি নজরুল ইসলাম।
সাক্ষাৎকালে প্রতিনিদি দলের সদস্যরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জাতির পিতার স্মৃতি ট্রাস্টে ২২৫ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আ হ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।