জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ

img

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আজ শনিবার। রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠে দুপুর ১২টায় এই সমাবর্তন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্রখ্যাত পদার্থবিদ অধ্যাপক ড. অরুণ কুমার বসাক অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করবেন।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন প্রথম সমাবর্তনে ১৮ হাজার ২৮৪ জন শিক্ষার্থীকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, জাতীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ সমাবর্তনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে সাজানো হয়েছে। প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনে রঙের কাজ করা হয়েছে। সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয়েছে ফুলের গাছ। আগ্রহের কমতি নেই বর্তমান শিক্ষার্থীদেরও। তাঁরাও অংশগ্রহণকারীদের সঙ্গে আনন্দে মেতে ওঠার অধীর অপেক্ষায় আছেন।