গাজীপুর প্রতিনিধি:
আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় এ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আখেরি মোনাজাতে অংশ নিতে কুয়াশা, ঠান্ডা বাতাস ও কনকনে শীতকে উপেক্ষা করে ভোর থেকেই ঢাকা ও এর আশপাশের মুসল্লিরা ইজতেমা ময়দানমুখে আসতে শুরু করেছেন।
সকাল সাতটার আগেই ময়দান ছাড়িয়ে আশপাশে মুসল্লিদের উপচেপড়া ভিড় বেড়ে গেছে। সড়ক-মহাসড়কে পলিথিন শিট টানিয়ে অবস্থান নিয়েছেন হাজারো মুসল্লি। লাখো মানুষ ইজতেমা মুখে আসতে থাকলেও সেভাবে হইচই, হুড়োহুড়ি বা কোলাহল নেই। সবাই নিজের মতো করে একধরনের শৃঙ্খলা মেনে চলছেন। সবার মাঝেই রয়েছে সহযোগিতার মনোভাব। মাঠজুড়ে বিশাল শামিয়ানার নিচে ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান করছেন অংশগ্রহণকারীরা।
এর আগে থেকে যারা প্যান্ডেলের মধ্যে অবস্থান করছেন তারা বয়ান, জিকির-আসকার, ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাত পার করেন। জিকির আজকার আর বয়ান শুনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের গত দুটি দিন পার করেছেন ইজতেমায় আসায় মুসল্লিরা। আজ রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশি মাওলানা হাফেজ মো. জোবায়ের।
গতকাল ইজতেমার দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের মুরব্বিরা তাবলিগের ছয় ‘উছুল’ সম্পর্কে বয়ান করেন। এ সময় বলা হয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে আমল ছাড়া দুনিয়ার জীবনের মূল্য নেই। ইসলামের দাওয়াতের মাধ্যমে ইমান শক্তিশালী হয়। তাই নিজে আমলের পাশাপাশি ইসলামের দাওয়াত দিতে হবে। বয়ানের পর মুসল্লিরা কিছু সময় ইবাদতে মশগুল থাকেন।
আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।