মফস্বল প্রতিবেদক:
বরিশাল থেকে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে অপর একটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক শিশু ও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আট যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
রবিবার দিবাগত রাত একটার দিকে মেঘনা নদীর মাঝেরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী বলে জানিয়েছেন লঞ্চটির মাস্টার নুরুল ইসলাম। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
কীর্তনখোলা লঞ্চ কোম্পানির কাউন্টার ম্যানেজার ঝন্টু জানান, ঢাকা থেকে হুলারহাটগামী ফারহান লঞ্চটি কুয়াশার ফারহান লঞ্চটি কুয়াশার মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নিচতলা ও দোতলার অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হয়। পরে আহতদের মধ্যে দুইজন মারা যায় বলে জানা গেছে।