ক্রীড়া প্রতিবেদক:
বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি ঢাকা প্লাটুন। ইতোমধ্যেই টসে জিতে প্লাটুনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। । দলের হয়ে টস করতে এসে মাশরাফি বুঝিয়ে দেন, চোট উপেক্ষা করেই তিনি খেলছেন।
বাম হাতের তালুতে ১৪টি সেলাই পড়েছে ৪৮ ঘণ্টাও হয়নি। তারপরও মাশরাফি বিন মর্তুজা অদম্য মনোবল নিয়ে নামতে যাচ্ছেন ২২ গজে। বাঁচা-মরার ম্যাচে বেশ ঝুঁকি নিয়েই খেলতে নামছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক।
গত ম্যাচে গুরুতর আহত হয়ে হাতে ১৪টি সেলাই নিতে হয়েছে তাকে। গুরুতর এই চোট নিয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে আগ্রহ দেখিয়েছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’। অবেশেষে হাতে ব্যান্ডেজ নিয়েই টস করতে দেখা গিয়েছে মাশরাফিকে।
গেল শনিবার হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝে চোট পান মাশরাফি। একাদশ ওভার চলাকালে মেহেদী হাসানের বল উড়িয়ে মেরেছিলেন খুলনা টাইগার্সের রাইলি রুশো। কাভারে ক্যাচ নিতে বামদিকে ঝাঁপিয়েছিলেন মাশরাফি। ক্যাচ হাতে জমাতে পারেননি। বরং বলের আঘাতে রক্তাক্ত হাত নিয়ে ব্যথার তীব্রতায় মাঠ ছাড়তে হয় তাকে। পরে তার হাতে দেওয়া হয় ১৪টি সেলাই। কিন্তু সেলাই দেওয়ার সময়ই মাশরাফি বলেছিলেন, তিনি মাঠে নামতে মরিয়া।