পাকিস্তানে টেস্ট টি-টোয়েন্টি ওয়ানডে সবই খেলবে বাংলাদেশ

img

ক্রীড়া ডেস্ক:

পাকিস্তান সফরে বাংলাদেশ টেস্ট খেলবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে দুইটি টেস্ট, একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা হবে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার আইসিসি সভাপতির মধ্যস্থতায় সুরহা হয়।

পাকিস্তান সিরিজ নিয়ে শুরু থেকেই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে দরকষাকষি চলে আসছিল। শেষ পর্যন্ত টাইগাররা দেশটিতে খেলতে যাচ্ছেন বলে খবর এল।

বাংলাদেশ দল প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফেরত আসবে। এরপর দুই ম্যাচের টেস্ট আর একটি ওয়ানডে খেলতে ফের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাবে। দ্বিপাক্ষিক এ সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

পাকিস্তান সফরে বাংলাদেশের খেলার সূচি

২৪ জানুয়ারি ১ম টি-টোয়েন্টি-লাহোর

২৫ জানুয়ারি ২য় টি-টোয়েন্টি-লাহোর

২৭ জানুয়ারি ৩য় টি-টোয়েন্টি লাহোর

৭ থেকে ১১ ফেব্রুয়ারি প্রথম টেস্ট রাওয়ালপিন্ডি

৩ এপ্রিল একমাত্র ওয়ানডে করাচি

৫-৯ এপ্রিল ২য় টেস্ট করাচি


এই বিভাগের আরও খবর