গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় কাভার্ডভ্যান চাপায় সাইকেল আরোহী পোশাক কারখানার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আনসার আলী। বুধবার সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার আলী পল্লীবিদ্যুৎ এলাকায় ইন্টার স্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইটিপি ইনচার্জ হিসেবে চাকরি করতেন।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সকালে কারখানা থেকে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন আনসার আলী। এ সময় একটি কাভার্ডভ্যান সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।