পূজা ও ভোট একইদিনে হওয়ায় তাপসের দুঃখ প্রকাশ

img

নিজস্ব প্রতিবেদক:

সরস্বতী পূজার দিন ঢাকা ২ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘আমি একজন প্রার্থী হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। এখন গণসংযোগ করছি। আমি দুঃখিত, এ বিষয়টি কেনো বা কিভাবে আগে থেকে নির্ধারণ করা হয়নি। আমি যতটুকু জেনেছি ইলেকশন কমিশন আলাপ করেছিলো। 

তাপস বলেন, কিছু পঞ্জিকা অনুযায়ী একটু ভুল হয়েছে। তাদের প্রতি আমাদের সমবেদনা, সহমর্মিতা রয়েছে। নির্বাচন যেহেতু নির্ধারিত তারিখে আমরা প্রার্থী হিসেবে আমাদের গণসংযোগ চালিয়ে যেতে হবে। আমি আশা করবো সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন।’ 

বুধবার (১৫ জানুয়ারি) শ্যামপুর থানাধীন দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গণসংযোগ ও প্রচারণা শুরুর আগে তিনি এসব কথা বলেন। এরপর তিনি শ্যামপুরের বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এমন মন্তব্য করে তাপস বলেন, ‘গত পাঁচ দিন গণসংযোগ করেছি। ব্যাপক-স্বতঃস্ফূর্ত সাড়া আমরা ঢাকাবাসী থেকে পাচ্ছি। পাঁচটি ভাগে ভাগ করে আমরা উন্নয়নের যে রূপরেখা দিয়েছি ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আমাদের অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে নিচ্ছেন। আমরা বিশ্বাস করি আগামী ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় হবে। আমরা একটি উন্নত ঢাকা গড়ে তুলবো।’

ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী বলেন, ‘নির্বাচনে নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে। একটা উৎসমুখর নির্বাচনী আমেজ বজায় রয়েছে। আমরা আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে নৌকার প্রার্থী বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা খুব সচেতন ও সজাগ রয়েছি। যেখানেই আমরা জানতে পারছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আমাদের নির্বাচন পরিচালনা কমিটিও এগুলো মনিটর করছে, যাতে আচরণবিধি লঙ্ঘন না হয়।’

প্রচারণায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, দক্ষিণ আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, হেদায়েতুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনসহ অনেক।