রংপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

img

রংপুর প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে তিন অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের বাসুরবান্দা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে সাড়ে ৭টার দিকে বাসুরবান্দা নামক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল পরিবহনের একটি বাসের সঙ্গে রংপুরগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।  

এতে ঘটনাস্থলেই তিন অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।  তাদের রংপুরে মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।

দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী।  ওসি জানান, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। লাশ তিনটি উদ্ধার করে রংপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।