৭৫ বছর বয়সে বিয়ে করলেন অভিনেতা দীপঙ্কর

img

 

বয়স যে একটা সংখ্যামাত্র তা আবারও প্রমাণ করলেন টালিউডের দাপুটে অভিনেতা দীপঙ্কর দে। ৭৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায় (৪৯) । বহু বছর তারা লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে সাত পাঁকে বাঁধা পড়লেন এই দুই তারকা। গতকাল বৃহস্পতিবার রাতে হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর।

৪৯ বছর বয়সী দোলন রায়ের সঙ্গে দীপঙ্করের লিভ টুগেদার ছিল দীর্ঘদিনের। সেটিকেই এবার আইনি স্বীকৃতিতে পরিণত করলেন তারা। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়।

তবে বিয়ের আয়োজন ছোট হলেও বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনও খামতি ছিল না। সাদা পাঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর। অন্যদিকে মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায়।

দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।