স্ত্রী-শাশুড়িসহ ৪ জনকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা

img

মফস্বল প্রতিবেদক:

মৌলভীবাজারের বড়লেখায় চা বাগানে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শাশুড়ি এবং দুই প্রতিবেশীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নির্মল নামের এক ব্যক্তি। পুলিশ পাঁচজনের লাশ উদ্ধার করেছে। রবিবার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা বাগানে এই ঘটনা ঘটে।

হত্যার শিকার চারজন হলেন নির্মলের স্ত্রী ডলি, শাশুড়ি লক্ষ্মী, প্রতিবেশী বসন্ত ও বসন্তের মেয়ে শিউলি।

বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, নির্মল নামে এক ব্যক্তি প্রথমে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এসময় তাকে ঠেকাতে এগিয়ে এলে প্রথমে শাশুড়িকে এবং পরে দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম করেন নির্মল। ঘটনাস্থলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে খুনি নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, পারিবারিক কলহের জের ধরে নির্মল এ ঘটনা ঘটান। নির্মল ছাড়া চারজনই চা–বাগানের শ্রমিক।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক।