নিজস্ব প্রতিবেদক:
ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ছয়জনের জামিন শুনানির দিন সোমবার ধার্য্য করেছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার বিকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।
ওই মামলায় আজকে জামিন আবেদন করেছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ছয়জন। পরে শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন আদালত।
এর আগে রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন।