ভোটের জন্য এবার একুশে বইমেলা শুরু ২ ফেব্রুয়ারি

img

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সিটি নির্বাচনে ভোটের জন্য একদিন পেছাল অমর একুশে গ্রন্থমেলা ২০২০। পহেলা ফেব্রয়ারি ঢাকা সিটির ভোটগ্রহণ হবে। একারণে ২ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন হবে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানিয়েছে।

রবিবার একাডেমি মহাপরিচালক জানান, ২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী মঞ্চে পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষ এবং মিসরের লেখক, গবেষক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি অতিথি থাকবেন। উদ্বোধনী মঞ্চ থেকেই ২০১৮ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর বইমেলার দরজা খুলে দেয়া হবে সাধারণ দর্শক-পাঠকের জন্য।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জানান, বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমির সামনের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় তিন লাখ বর্গফুট জায়গায় এবারের মেলা অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে এবার মেলার এলাকা প্রায় ২৫ হাজার বর্গফুট বেশি।

অন্য বছরের মতো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা চলবে।