ক্রীড়া প্রতিবেদক:
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। লঙ্কানদের ৩-০ ব্যাবধানে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে লাল-সবুজরা।
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ রানার আপ হিসেবে শেষ চারে স্থান করে নিয়েছে স্বাগতিকরা। সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বুরন্ডির মোকাবেলা করবে লাল সবুজের দল। আগামী ২৩ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে মিডফিল্ডার মানিক হোসেন মোল্লার বাড়ানো বলে গোল আদায় করে নেন মতিন মিয়া। প্রথমার্ধে আরো কয়েকটি ধারালো আক্রমণ করলেও সাফল্য পায়নি বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সোহেল রানা-সুফিলরা।
বিরতির পর ৫১ মিনিটে সোহেল রানা মধ্য মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে লংকান রক্ষনে ঢুকে গিয়ে গোল রক্ষককে একা পেয়েও বল ক্রস বারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।
তবে ৬৪ মিনিটে দলকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন মতিন মিয়া। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলে মাঝমাঠে বল পেয়ে যান তিনি। একক প্রচেষ্টায় ডি বক্সে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে মতিন মিয়া দারুণ দক্ষতায় লংকান গোলরক্ষক অরুনাসিরিকে বোকা বানিয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন (২-০)।
ম্যাচের ৮৩ মিনিটে ইব্রাহিম গোল করে বাংলাদেশকে ৩-০ গোলের নিরাপদ অবস্থানে পৌছে দেন। রাকিবের পাস থেকে গোল পোস্টের একেবারেই সামনে বলে টোকা দিয়ে জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ৮৯ মিনিটে তপু বর্মন দ্বিতীয় হলুদ কার্ড দেখে (লাল কার্ড) মাঠ ছাড়তে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে বাকি সময় কোনোরকম বিপদে পড়তে হয়নি স্বাগতিকদের। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।