আসছে আরেকটি শৈত্যপ্রবাহ

img

নিজস্ব প্রতিবেদক:

মাঘের শুরুতেই চলতি সপ্তাহে দেশের উপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী মঙ্গলবার ( ২১ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

টানা শীতের পর গত দু’দিনে তাপমাত্রা কিছুটা বেড়িছিল। কিন্তু রবিবার (১৯ জানুয়ারি) বিকেল থেকে উত্তর-পশ্চিমের বাতাস শুরু হয়েছে। এছাড়া গতরাত থেকেই কুয়াশা পড়া শুরু হয়।

আবহাওয়াবিদ আবতাব উদ্দিন জানান, ২১ তারিখের পর থেকে কমতে শুরু করতে পারে। এরপর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যেটি ২ থেকে ৩ দিন থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, সিলেট, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়াও শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখি থাকতে পারে।