তাবিথের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে:মির্জা ফখরুল

img

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলীয় মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনে তাবিথ আউয়ালের পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি তা অভূতপূর্ব। এতে আমরা মনে করছি, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবেন।’

সোমবার রাজধানীর মিরপুর-৬ এলাকায় তাবিথের নির্বাচনী প্রচারণার ১১তম দিনে গণসংযোগে এসে মির্জা ফখরুল বলেন, ‘তাবিথের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের বিপুল ভোটে তাবিথ আউয়াল বিজয়ী হবেন।’

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তির জন্য  ‘চ্যালেঞ্জ’ আখ্যায়িত করে ফখরুল বলেন, ‘আমরা এই নির্বাচনকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই নির্বাচন জনগণকে সম্পৃক্ত করার আন্দোলন হিসেবে আমরা নিয়েছি। আমরা বিশ্বাস করি, জনগণ যদি সংগঠিত হয় তা হলে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং নগরবাসীর নাগরিক যে কষ্ট তা দূর হবে। আশা করি তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছেন, সে কর্মসূচি প্রচারে জনগণ ঐক্যবদ্ধ হবে এবং তাবিথ আউয়ালের ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।’

ভোটের তারিখ পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। তারিখ পরিবর্তনে তারা নিজেদের অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। কারণ তাদের আগেই দেখা উচিত ছিল সরস্বতী পূজার বিষয়টি। এ নির্বাচন কমিশন অযোগ্য। জাতীয় নির্বাচনেও একই ঘটনা ঘটিয়েছিল।’

নির্বাচনে বিএনপির উদ্দেশ্য প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি জনগণকে সম্পৃক্ত করে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে নিয়ে যেতে চায়।’

পরে তাবিথকে নিয়ে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।